প্রকাশিত:
৩ ডিসেম্বর, ২০২৫

মঙ্গলবার (১ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসি সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্তগুলো নিম্নরূপঃ
১ প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময় ৬০ দিন পর্যন্ত স্মার্টফোন রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করতে পারবেন। ৬০ দিনের বেশি থাকলে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে।
২ বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা ট্যাক্সমুক্তভাবে সর্বোচ্চ তিনটি ফোন আনতে পারবেন। অর্থাৎ নিজের ব্যবহারের হ্যান্ডসেটের পাশাপাশি অতিরিক্ত দুটি ফোন ফ্রিতে আনা যাবে। চতুর্থ ফোনের ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে। বিএমইটি কার্ড না থাকা প্রবাসীরা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন ফ্রিতে আনতে পারবেন, তবে বৈধ ক্রয় কাগজ সঙ্গে রাখতে হবে।
৩ বৈধ মোবাইল আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে কমানো হবে, যা বর্তমানে প্রায় ৬১ শতাংশ।
৪ আমদানি শুল্ক কমানোর পাশাপাশি বাংলাদেশের ১৩-১৪টি ফ্যাক্টরিতে উৎপাদিত মোবাইলের শুল্ক ও ভ্যাটও কমানো হবে। এতে বিদেশি বিনিয়োগ এবং ডিভাইস ইন্ডাস্ট্রির স্বার্থ সংরক্ষিত হবে। বিটিআরসি ও এনবিআর বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
৫ ব্যবহারকারীরা সতর্ক থাকবেন যেন কেউ তাদের নামে নিবন্ধিত সিম ব্যবহার না করে। ক্লোন, চুরি/ছিনতাই করা এবং রিফারবিশড মোবাইল আমদানি বন্ধ থাকবে।
৬ ১৬ ডিসেম্বরের আগে বাজারে থাকা বৈধ আইএমইআই নম্বরযুক্ত ফোনগুলোর আইএমইআই লিস্ট বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে বৈধকরণের ব্যবস্থা নেওয়া হবে। তবে ক্লোন ও রিফারবিশড ফোন এই সুবিধা পাবেন না।
৭ বর্তমানে সচল মোবাইল ফোন ১৬ ডিসেম্বরের আগে বন্ধ হবে না। এনইআইআর ১৬ ডিসেম্বর থেকে চালু হবে, যার মাধ্যমে বৈধ আইএমইআই নম্বর ছাড়া হ্যান্ডসেট ব্যবহার বন্ধ হবে। অবৈধ ও চোরাচালানকৃত ফোন বন্ধ করা হবে। বিদেশ থেকে পুরনো ফোনের অবৈধ আমদানি, কেসিং পরিবর্তন করে ইলেকট্রনিক বর্জ্য ঢুকানো প্রতিরোধ করা হবে। বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে ভারত, থাইল্যান্ড, চীন থেকে আসা ফ্লাইট মনিটর করা হবে এবং কাস্টমস অভিযান চালানো হবে।
প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫ মোবাইল সিমের ইকেওয়াইসি ও আইএমইআই রেজিস্ট্রেশন সংক্রান্ত ডেটার সুরক্ষা নিশ্চিত করবে। নতুন ধারা অনুযায়ী, রেজিস্ট্রেশন তথ্য লঙ্ঘনকারী অপরাধীর আওতায় আনা হবে। তাই জনগণকে অযথা গুজব ও ভয় বিস্তারের প্রচারণায় বিশ্বাস না করতে বলা হয়েছে।