প্রকাশিত:
৩ অক্টোবর, ২০২৫
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি কিছুদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। গত ১১ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘমেয়াদি কিডনি জটিলতা, আলঝেইমার ও পারকিনসন রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আহমদ রফিক ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। ১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি একমাত্র ছাত্র, যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
১৯৫৮ সালে তার প্রথম গ্রন্থ 'শিল্প সংস্কৃতি জীবন' প্রকাশিত হয়। পরবর্তীতে সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার ও রবীন্দ্র সাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননা লাভ করেন।