প্রকাশিত:
৩ অক্টোবর, ২০২৫
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে, ২৭০ কেজি বাসমতি চাল, ১০২ কেজি কিসমিস, ৩৩৭ কেজি ফুচকা। জব্দ করা এসব পণ্যের মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর আখাউড়া ক্যাম্প এবং আখাউড়া রেলওয়ে থালা পুলিশ এক যৌথ বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। তবে এসব পণ্যের মালিককে পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।