প্রকাশিত:
১৪ ডিসেম্বর, ২০২৫

আজ রোববার সকালে ফয়সাল করিম মাসুদ ও তাঁর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দসংক্রান্ত চিঠি দেশের সব ব্যাংকে পাঠানো হয়েছে বলে এনবিআরের একটি সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, ফয়সাল করিম মাসুদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর একজন সদস্য।
গত শুক্রবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড দিয়ে ব্যাটারিচালিত রিকশায় যাওয়ার সময় একটি মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে গুলি করে আততায়ী। গুরুতর আহত অবস্থায় তাঁকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
চাঞ্চল্যকর এই গুলির ঘটনায় এখনো সরাসরি হামলায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তদন্তকারীরা হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছেন। পুলিশ সূত্র জানায়, যে মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে গুলি করা হয়, সেটির মালিক সন্দেহে আবদুল হান্নান নামের এক ব্যক্তিকে রাজধানীর পল্টন থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তাঁর নাম ফয়সাল করিম মাসুদ, যিনি দাউদ খান নামেও পরিচিত। ঘটনার আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাঁকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁর সম্পর্কে যেকোনো তথ্য জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সবার সহযোগিতা চেয়েছে।
এদিকে, ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।