প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর, ২০২৫
আওয়ামী আমলের শেষ দুই বছরে, নানা সঙ্কটে দ্রুত ক্ষয় হতে থাকে বৈদেশিক মুদ্রার মজুদ। ২০২১ থেকে পরের তিন বছরে, ৪৮ বিলিয়ন ডলার থেকে যা নেমে যায় এক তৃতীয়াংশে। ফলে, সময়মতো আমদানি ব্যয় পরিশোধ করা নিয়ে তৈরি হয় দুশ্চিন্তা। বাড়তে থাকে আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠানের কাছে দায়-দেনা। তবে, নতুন গভর্নর নজর দেন এই অবস্থার উন্নয়নে। এই সময়ে প্রায় ৪ বিলিয়ন ডলার বকেয়া পরিশোধের পাশাপাশি, রিজার্ভেও যোগ হয় উল্লেখযোগ্য অর্থ।
তবে, বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দর ধরে রাখতে দেড় মাসে প্রায় পৌনে দুই বিলিয়ন ডলার বাজার থেকে তুলে নেয় কেন্দ্রীয় ব্যাংক। যা যোগ হয় বৈদেশিক মুদ্রার মজুদে। যার ফলে, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিট রিজার্ভ দাঁড়ায় ২০ বিলিয়নের ঘরে। যদিও, আইএমএফের শর্ত ছিল সাড়ে ১৮ বিলিয়ন। অর্থাৎ, সে হিসাবে শক্ত অবস্থানে বাংলাদেশ।
তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বর নাগাদ ১৯ দশমিক ৯ বিলিয়ন ডলার নিট রিজার্ভ রাখার শর্ত রয়েছে আইএমএফের। তবে, প্রবাসী আয়ের বর্তমান ধারা অব্যাহত থাকলে তা আরো বাড়ার আশা করছে নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান মনে করছেন, রিজার্ভের শর্ত পূরণ ইতিবাচক বার্তা দিবে আন্তর্জাতিক মহলে। আর, দর ধরে রাখার কৌশল হিসেবে, ডলার কেনার পক্ষেও তিনি।
দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সোয়া ৩১ বিলিয়ন ডলার। বিপিএম৬ অনুযায়ী যা ২৬ দশমিক ৩৯ বিলিয়ন।
সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, আইএমএফের টার্গেট তো বাংলাদেশ ব্যাংক কয়েকবারই পূরণ করতে পেরেছে। আমি আপাতত এটাকে ইতিবাচক হিসেবেই দেখছি।