প্রকাশিত:
১১ ডিসেম্বর, ২০২৫

শুনানি ও আলোচনা গ্র্যান্ড কনফারেন্সের মূল আকর্ষণ ছিলেন দেশের বরেণ্য আলোচকবৃন্দ। অনুষ্ঠানে নসিহত পেশ করেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ, হাসানাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান আজহারী এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। এছাড়াও গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মাদ্রাসার উপদেষ্টা আবুল বাশার মো. সাইফুল ইসলাম এবং ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক মোখতার আহমেদ।
অতিথিদের বার্তা ও সম্প্রীতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, উপাচার্য আবদুল হান্নান চৌধুরী এবং ট্রাস্টি বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, এনএসইউতে সব ধর্মকে শ্রদ্ধার চোখে দেখা হয়। কনফারেন্সের শিক্ষণীয় বার্তাগুলো জীবনের পাথেয় হিসেবে গ্রহণ এবং চর্চা করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
উপাচার্য আবদুল হান্নান চৌধুরী মহানবী (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরে বলেন, “ইসলাম শান্তির ধর্ম। আমরা পৃথিবীতে কেবল পার্থিব অর্জনের জন্য আসিনি, বরং আমাদের অর্জিত জ্ঞান, দয়া ও বিনয় অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়াও আমাদের দায়িত্ব।”
নারীদের জন্য বিশেষ আয়োজন ও উৎসবমুখর প্রাঙ্গণ একই দিনে কেন্দ্রীয় অডিটোরিয়ামে নারীদের সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে ‘মুসলিমাহ’স চ্যালেঞ্জেস ইন দ্য মডার্ন ইরা’ শীর্ষক একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে ৮ ডিসেম্বর থেকেই ক্যাম্পাসে উৎসবের আমেজ শুরু হয়। লাইভ ক্যালিগ্রাফি, বইমেলা ও মেহেদি উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।
প্রদর্শনীর সময়সীমা জ্ঞানপিপাসু ও দর্শনার্থীদের জন্য এনএসইউ এক্সিবিশন হলে চলমান সিরাহ প্রদর্শনীটি আগামী ১২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত উন্মুক্ত থাকবে।