প্রকাশিত:
৫ অক্টোবর, ২০২৫
ইতিহাস থেকে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবসের সূচনা হয় ১৯৯৪ সালে। জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে ১৯৬৬ সালে গৃহীত ‘শিক্ষকের মর্যাদা সংক্রান্ত সুপারিশনামা’ বাস্তবায়ন ও শিক্ষকতার মর্যাদা বিশ্বব্যাপী তুলে ধরতে দিনটিকে আন্তর্জাতিকভাবে পালনের ঘোষণা দেয়। সেই থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালিত হচ্ছে। শিক্ষক সমাজকে সম্মান জানানো, শিক্ষায় তাদের অবদানকে স্মরণ করা এবং শিক্ষার উন্নয়নে নতুন দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই দিবসটি পালিত হয়ে আসছে।
বাংলাদেশে এ বছর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের, বিশেষ অতিথি হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকদের সম্মাননা প্রদান, শিক্ষার মানোন্নয়নে নীতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।