প্রকাশিত:
২০ সেপ্টেম্বর, ২০২৫
ঘরোয়া পরিবেশে ফের বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আল মুস্তফা মসজিদে বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রীর পারিবারিক বন্ধু।
বিয়ের পর গণমাধ্যমকে শবনম জানিয়েছেন, পাত্রের নাম তানজিম তৈয়ব। অভিনেত্রীর বর্তমান স্বামী রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
শবনম ফারিয়া ক্যারিয়ারের শুরু করেছিলেন মডেল হিসেবে। এরপর জনপ্রিয়তা নিয়ে পা রাখেন অভিনয়ে। একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমা দিয়ে বড় পর্দাতেও অভিষেক হয় শবনম ফারিয়ার।
এর আগে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। সংসার ভেঙ্গে যাওয়ার পর শবনম ফারিয়ার নতুন প্রেম-বিয়ের খবরে আলোচনায় আসেন।তবে এ নিয়ে সেসময় কোনো কথা বলেননি।
২০২২ সালের মে মাসে জানা যায়, তিনি জাহিন রহমান নামের একজনকে বিয়ে করেছেন। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই আবারও বিচ্ছেদের খবর ছড়িয় পড়ে। এরপর থেকে একাই ছিলেন শবনম।