প্রকাশিত:
গতকাল
নির্মাতা সুভাষ ঘাইয়ের‘সেলিব্রেট সিনেমা ২০২৫’ উৎসবে রাজ কাপুর ও গুরু দত্তকে নিয়ে বিশেষ একটি আলোচনা। সেখানে হাজির হয়ে রণবীর কাপুর নানা বিষয়ে আলোচনা করেন। রানবীর বলেন,‘আমার জীবন সহজ ছিল’ ‘আমিও নেপোটিজমের ফলেই এসেছি, এটা সত্য।
বিস্তারিত বর্ণনায় আরো বলেন- আমার জীবনটা অনেক সহজ ছিল, তবে আমাকে সব সময় কঠোর পরিশ্রম করতে হয়েছে। কারণ, আমি বুঝতে পেরেছি যে আমি এমন একটি পরিবারের সন্তান; যদি আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি না থাকে, নিজের নামে পরিচিত না হই, তবে চলচ্চিত্র সফল হতে পারব না’
অনুষ্ঠানে রণবীর আরও বলেন, ‘আপনারা আমার পরিবারের অনেক সাফল্য উদ্যাপন করেন, তবে অনেক ব্যর্থতাও আছে। যেমনটা সাফল্য থেকে শিখি, ব্যর্থতা থেকেও শেখার আছে।’ এখন অবশ্য ব্যর্থতা গুলো পেছনে ফেলে নতুনভাবে এগিয়ে যেতে চাই।
একটি প্রশ্নের উত্তরে রণবীর যোগ করেন, ‘অভিনেতা হিসেবে নমনীয় হতে হবে। একই পদ্ধতিতে কাজ করার কথা ভাবা যাবে না। প্রত্যেক পরিচালক গল্প বলার ভিন্ন উপায় ব্যবহার করেন। যদি পরিচালক কোনো দৃশ্য বিশেষভাবে চান, তা পূরণ করাই অভিনেতার দায়িত্ব।’
সর্বশেষ অ্যানিম্যাল সিনেমায় অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেন রনবীর, তারপরে আর দেখা যায়নি তাকে, হয়তো নতুন চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন এই অভিনেতা। সামনে রণবীরকে দেখা যাবে সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ও নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমায়। নতুনভাবে নিজেকে উপস্থাপন করে আবারো দর্শকদের মাতিয়ে তুলতে চান এই অভিনেতা।