প্রকাশিত:
গতকাল
বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মোট দুর্লভ খনিজ প্রক্রিয়াজাতকরণের প্রায় ৯০ শতাংশই করে চীন। এই দুর্লভ খনিজ ব্যবহার হয় স্মার্টফোন, সৌরবিদ্যুৎ প্যানেল থেকে শুরু করে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তিতেও।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে বিদেশি কম্পানিগুলোর কাছে দুর্লভ খনিজ রপ্তানির আগে সরকারের অনুমতি নিতে হবে। এমনকি ক্ষুদ্র পরিমাণেও দুর্লভ খনিজ থাকলে সেটির ব্যবহার সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।
শুধু দুর্লভ খনিজ নয়, লিথিয়াম ব্যাটারি ও গ্রাফাইটের কিছু ধরনেও একই ধরনের রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৈশ্বিক প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বেইজিং বলছে, ‘জাতীয় নিরাপত্তা সুরক্ষার’ স্বার্থে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই পদক্ষেপের মূল লক্ষ্যগুলোর একটি হলো বিদেশি প্রতিরক্ষা শিল্প, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কম্পানিগুলো, যারা দুর্লভ খনিজের জন্য চীনের ওপর নির্ভরশীল।