প্রকাশিত:
১৪ ডিসেম্বর, ২০২৫

মিনস্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেলারুশবিষয়ক বিশেষ দূত জন কোয়েলের সঙ্গে আলোচনার পর এ বন্দিমুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বেলারুশের একটি গুরুত্বপূর্ণ রপ্তানিপণ্য পটাশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছে। পটাশ সার উৎপাদনের প্রধান উপাদান এবং বেলারুশের অর্থনীতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র।
জন কোয়েল বলেন, দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হলে পর্যায়ক্রমে আরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
এদিকে ইউরোপীয় ইউনিয়ন এখনো বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না।
মারিয়া কোলেসনিকোভা ২০২০ সাল থেকে কারাবন্দি ছিলেন এবং দীর্ঘ সময় একাকী বন্দিত্বে কাটান। মুক্তির পর অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, প্রিয়জনদের আবার দেখা ও জড়িয়ে ধরতে পারা ছিল অবিশ্বাস্য আনন্দের অভিজ্ঞতা। তিনি আরও বলেন, স্বাধীনতার প্রথম সূর্যাস্ত দেখা ছিল এক বিশাল সুখ—অত্যন্ত সুন্দর এক দৃশ্য। তবে একই সঙ্গে তিনি স্মরণ করেন, এখনো যারা মুক্তি পাননি তাদের কথা। সবাই মুক্ত হলে একসঙ্গে একে অপরকে জড়িয়ে ধরার সেই মুহূর্তের অপেক্ষায় রয়েছেন বলেও জানান তিনি।
ইউক্রেনের ‘প্রিজনার অব ওয়ার কো-অর্ডিনেশন হেডকোয়ার্টার্স’-এর তথ্যমতে, কোলেসনিকোভাকে আরও ১১৩ জন বন্দির সঙ্গে ইউক্রেনের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেন জানায়, প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ার পর মুক্তিপ্রাপ্ত ওই বন্দিদের পোল্যান্ড ও লিথুয়ানিয়ায় পাঠানো হবে।