news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

আন্তর্জাতিক

৭২ ঘণ্টার মধ্যে ২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১,৯৫০ ফিলিস্তিনি বন্দী

Next.js logo

প্রকাশিত:

৯ অক্টোবর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

আবু জাফরঃ ইসরায়েল ও হামাসের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মির বিনিময়ে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাসের একজন শীর্ষ কর্মকর্তা।

Thumbnail for ৭২ ঘণ্টার মধ্যে ২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১,৯৫০ ফিলিস্তিনি বন্দী
ইনকিলাব

এএফপির সাথে আলাপে তিনি জানান, মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং গত যুদ্ধকালীন সময়ে আটককৃত ১,৭০০ জন ফিলিস্তিনি অন্তর্ভুক্ত রয়েছেন।

চুক্তি বাস্তবায়ন শুরুর ৭২ ঘন্টার মধ্যে এই বিনিময় কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে। হামাসের আরেক সূত্র জানায়, এই সময়সীমা ফিলিস্তিনি পক্ষগুলোর সাথেও সম্মত হয়েছে। একটি ফিলিস্তিনি সূত্র সৌদি সংবাদমাধ্যম আল-শার্ককে নিশ্চিত করেছে যে, "চুক্তি বাস্তবায়নের ৭২ ঘন্টার মধ্যে" জিম্মি ও বন্দী মুক্তি শুরু হবে এবং এটি আগামী সপ্তাহেই ঘটবে বলে আশা করা হচ্ছে।

সৌদি চ্যানেল আল-হাদাতের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনারা গাজা থেকে সম্মত সীমানায় ফিরে আসার পর জিম্মি মুক্তির ৭২ ঘন্টার গণনা শুরু হবে। ইসরায়েল কর্তৃক চুক্তিটি চূড়ান্ত অনুমোদনের পরই এই প্রত্যাহার শুরু হবে।

এদিকে, কাতারভিত্তিক আল জাজিরাকে একটি জ্যেষ্ঠ ফিলিস্তিনি সূত্র জানায়, মধ্যস্থতাকারীরা ইতিমধ্যে গাজার শহরগুলোর গভীর অংশ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিস্তারিত দেখানো ফিলিস্তিনি মানচিত্র গ্রহণ করেছেন, যা মুক্তি প্রক্রিয়া শুরুর আগেই জমা দেওয়া হয়েছে।

হামাসের একজন শীর্ষ কর্মকর্তার দাবি, চুক্তিতে ইসরায়েলি সেনাবাহিনীর "নির্ধারিত প্রত্যাহার" এর বিস্তারিত উল্লেখ রয়েছে এবং এতে "প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর গ্যারান্টি" অন্তর্ভুক্ত করা হয়েছে।

আল-শার্কের খবর অনুসারে, চুক্তি অনুযায়ী রাফাহ সীমান্ত ক্রসিং ও এর আশেপাশের এলাকা থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেবে। এছাড়া, ফিলিস্তিনি রোগী ও আহতদের চিকিৎসার জন্য মিশরে স্থানান্তরের ব্যবস্থাও এই চুক্তির অংশ। চুক্তি কার্যকর হওয়ার পর রাফাহ ক্রসিং উভয় দিকেই খুলে দেওয়া হবে।

হামাসের আরেক সূত্র এএফপিকে জানায়, যুদ্ধবিরতির প্রথম পাঁচ দিন দিনে কমপক্ষে ৪০০ ট্রাক মানবিক সহায়তা গাজায় প্রবেশ করবে, যা পরবর্তীতে আরও বৃদ্ধি করা হবে। পাশাপাশি, গাজার দক্ষিণাঞ্চল থেকে বাস্তুচ্যুত লক্ষাধিক বেসামরিক নাগরিককে অবিলম্বে গাজা সিটি ও উত্তরাঞ্চলে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে চুক্তিতে উল্লেখ রয়েছে।

 

 আরও পড়ুন-    ইসরায়েল-হামাস শান্তি চুক্তিকে স্বাগত জানালেন বিশ্ব নেতারা      

 

https://weeklyinqilab.com/details/International/n7qjut5ggd

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

৭২ ঘণ্টার মধ্যে ২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১,৯৫০ ফিলিস্তিনি বন্দী