প্রকাশিত:
৯ ডিসেম্বর, ২০২৫

ইইউ–এর প্রতিযোগিতা নীতি বিষয়ক প্রধান তেরেসা রিবেরা বলেন,“আমরা তদন্ত করছি গুগল কি প্রকাশক ও কনটেন্ট নির্মাতাদের ওপর অন্যায্য শর্ত আরোপ করেছে কিনা, এবং একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী এআই মডেল ডেভেলপারদের অসুবিধায় ফেলেছে কিনা—যা ইইউর প্রতিযোগিতা বিধি লঙ্ঘন হতে পারে।”
তদন্তে মূলত দেখা হবে গুগল কি তার প্ল্যাটফর্মের প্রভাব ব্যবহার করে ডিজিটাল প্রকাশনা শিল্প থেকে অন্যায্য সুবিধা নিয়েছে কিনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা–সম্পর্কিত প্রতিযোগীদের জন্য বাজারে বাধা সৃষ্টি করছে কিনা।
ইইউ পূর্বেও বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে বাজার–কেন্দ্রিক আধিপত্য ও কনটেন্ট ব্যবহারের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তদন্ত ও জরিমানা করেছে। নতুন তদন্ত তাই প্রযুক্তি খাতের ওপর আরও নিয়ম–কঠোরতার ইঙ্গিত দিচ্ছে।