প্রকাশিত:
৯ অক্টোবর, ২০২৫
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠক রাতের দিকে অনুষ্ঠিত হবে। অনুমোদন পাওয়ার পরই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তিতে নির্ধারিত সীমানা পর্যন্ত আইডিএফ বাহিনী পিছু না সরলে জিম্মিদের মুক্তি কার্যক্রম শুরু হবে না। সংগঠনটি বলেছে, পিছু হটা যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য “অবশ্যকীয় প্রথম ধাপ।”
এই অবস্থান দুই পক্ষের মধ্যে চুক্তি বাস্তবায়নের সময়সূচি নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। মিশরের মধ্যস্থতায় আলোচনার পর যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি ঘোষণা করা হলেও বাস্তবায়নের ধাপে ধাপে জটিলতা বাড়ছে।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির কার্যকারিতা নির্ভর করছে উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা ও বাস্তব পদক্ষেপের ওপর।