প্রকাশিত:
গতকাল

এসপিএ জানায়, সৌদি আরবে বেসামরিক বিমান চলাচল শুরু হওয়ার পর থেকে এটি দেশটির বিমানবন্দরগুলোর মধ্যে সর্বোচ্চ যাত্রী আগমনের রেকর্ড। যাত্রী সংখ্যার এই অর্জনের ফলে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বব্যাপী মেগা বিমানবন্দরগুলোর কাতারে স্থান করে নিয়েছে।
২০২৪ সালে বিমানবন্দরটি ৪ কোটি ৯১ লাখ যাত্রীকে স্বাগত জানায়। সেই তুলনায় ২০২৫ সালে যাত্রী সংখ্যা বেড়েছে ১ দশমিক ৮৩ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, এই সাফল্য KAIA-এর গুণগত রূপান্তর এবং একটি আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র ও জাতীয় প্রবেশদ্বার হিসেবে এর ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করে, যা সৌদি আরবকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করছে।
৫ কোটিতম যাত্রী ছিলেন একজন ফরাসি নাগরিক, যিনি প্যারিস থেকে জেদ্দায় অনুষ্ঠিত একটি ক্রীড়া টুর্নামেন্টে অংশ নিতে সৌদি আরবে আসেন। জেদ্দা এয়ারপোর্ট কোম্পানি (জেডকো)-এর শীর্ষ কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং স্মারক উপহার প্রদান করেন।
জেডকোর প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেন জোহর বলেন, “৫ কোটি যাত্রীর মাইলফলক বিমানবন্দরের উচ্চতর পরিচালন সক্ষমতা ও প্রস্তুতির প্রতিফলন। আগামী বছরগুলোতে যাত্রী সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।”
কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর পবিত্র মক্কা ও মদিনার প্রধান প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। হজ ও ওমরাহ পালনকারী তীর্থযাত্রীসহ আন্তর্জাতিক দর্শনার্থীদের যাতায়াতে এই বিমানবন্দর সৌদি আরবকে একটি বৈশ্বিক পর্যটন কেন্দ্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।