প্রকাশিত:
১১ ডিসেম্বর, ২০২৫

হাসপাতাল সূত্র জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আল-তেরনেস এলাকার কাছে ইসরায়েলি গুলিতে ১৬ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হন এবং পরে মারা যান।
সূত্র আরও জানিয়েছে, তীব্র গুলিবর্ষণের কারণে অ্যাম্বুলেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনীর সামরিক যানবাহন ও বুলডোজার নিয়ে ‘হলুদ রেখা’ অতিক্রম করে আল-তেরনেস এলাকা ও আশপাশের এলাকায় কয়েকশ মিটার এগিয়ে যায়।
এদিকে, জাবালিয়ার হালাওয়া বাস্তুচ্যুত শিবির এলাকার কাছে ইসরায়েলি গুলিতে একজন পুরুষ ও একজন নারীও নিহত হন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০-দফা পরিকল্পনার অধীনে ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ইতোমধ্যে ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও প্রায় এক লাখ ৭১ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।