news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

চাকরি

৪৭তম বিসিএস প্রিলির ফল কবে?

Next.js logo

প্রকাশিত:

২১ সেপ্টেম্বর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন প্রায় সাড়ে তিন লাখ চাকরিপ্রার্থী। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এখনো আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও কমিশনের রোডম্যাপ অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে।

Thumbnail for ৪৭তম বিসিএস প্রিলির ফল কবে?
ইনকিলাব

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন প্রায় সাড়ে তিন লাখ চাকরিপ্রার্থী। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এখনো আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও কমিশনের রোডম্যাপ অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে।

গত ১৯ সেপ্টেম্বর দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে এ প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মোট তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী।

পিএসসি সূত্রে জানা যায়, গত জুনে প্রকাশিত ছয়টি বিসিএস পরীক্ষার রোডম্যাপে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ হিসেবে ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার পর এখন সেই রোডম্যাপ মেনেই ফল প্রকাশের প্রস্তুতি চলছে।

পিএসসির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ঝুলে থাকা সব বিসিএসের কাজ রোডম্যাপ অনুযায়ী শেষ করার চেষ্টা করছে কমিশন। তিনি বলেন, “৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ঘোষিত সময়ের আগেই প্রকাশ করা হয়েছে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল নির্ধারিত সময়েই দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে ৪৬তম বিসিএসের লিখিত ফলও প্রকাশ করা হবে। আর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল ২৮ সেপ্টেম্বরের মধ্যেই ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।”

এদিকে প্রার্থীদের দাবি, সাম্প্রতিক কয়েকটি সাধারণ বিসিএসের তুলনায় এবারের প্রশ্নপত্র ছিল তুলনামূলক কঠিন। কিছু প্রশ্ন নিয়ে আপত্তিও উঠেছে। বিসিএস বিষয়ক শিক্ষকদের ধারণা, এ পরীক্ষায় কাটমার্ক হতে পারে ১১০ থেকে ১১৫ নম্বরের মধ্যে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে মোট শূন্য ক্যাডার পদ রয়েছে ৩ হাজার ৪৮৭ এবং নন-ক্যাডার পদ ২০১টি। অর্থাৎ, এই বিসিএস থেকে সর্বমোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন