প্রকাশিত:
২ ঘন্টা আগে

শুক্রবার রাত ১২টায় ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে জানান, হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে কবর খননের কাজ শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও প্রক্টরিয়াল দলের সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন।
ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, কেবিনেট ডিভিশন এবং ডাকসু থেকে দুইটা আবেদন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাফনের স্থান সরেজমিনে দেখে এসেছেন। কোন জায়গা খালি আছে এই বিষয়ে তখন তাদের একটা নোট দেওয়া হয়েছিল এবং শুক্রবার রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত একটি জরুরি সিন্ডিকেট মিটিংয়ে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা দুইটায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সেখানে মানুষের ঢল নেমেছে। এরপর হাদির মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
ওসমান হাদির দাফন ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তাজনিত সম্পর্কিত বিষয়ে সিন্ডিকেটের অনলাইন বৈঠকে আলোচনা হয়েছে।