প্রকাশিত:
৮ অক্টোবর, ২০২৫
বুধবার (৮ অক্টোবর) সকালে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড পর্যন্ত মহাসড়কের দুরবস্থা পরিদর্শনে যান। কিন্তু দুরবস্থা দেখতে গিয়েই তিনি নিজেই ঘণ্টাব্যাপী যানজটে আটকে পড়েন।
উপদেষ্টা সকালে আন্তনগর ট্রেন মহানগর প্রভাতী যোগে ঢাকা থেকে ভৈরব এসে সড়কপথে সরাইলের উদ্দেশ্যে রওনা দেন। আশুগঞ্জের সোহাগপুর এলাকায় ঘণ্টায় মাত্র ১০ থেকে ২০ মিটার করে অগ্রসর হতে দেখা যায় তার গাড়িবহরকে। স্থানীয়রা বলেন, উপদেষ্টা নিজে এখন বুঝতে পারছেন, এই সড়কে প্রতিদিন সাধারণ মানুষ কতটা দুর্ভোগে পড়ে।