প্রকাশিত:
৮ অক্টোবর, ২০২৫
এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে আলো ছড়ানো এই ২৬ বছর বয়সী ব্যাটার মাত্র পাঁচ সপ্তাহের ব্যবধানে দেশের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন শীর্ষে। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ, ওয়ানডে ফরম্যাটে নিজের জায়গা পাকাপোক্ত করা।
বুধবার (৮ অক্টোবর) আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হচ্ছে সাইফ হাসানের। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে ১৫৩তম ক্রিকেটার হিসেবে নিজের নাম লিখিয়েছেন তিনি। এই ম্যাচে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।
ভিসা জটিলতার কারণে দলে থাকা সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ফলে তানজিদ হাসান তামিমের সাথে ইনিংসের সূচনা করবেন নাজমুল হোসেন শান্ত, আর এক নম্বর ডাউন পজিশনে থাকছেন নবাগত সাইফ।
টি-টোয়েন্টি সিরিজের ধারাবাহিকতা বজায় রেখে ওয়ানডেতেও দুই উইকেটরক্ষক, নুরুল হাসান সোহান ও জাকের আলীকে রাখা হয়েছে একাদশে। গ্লাভস হাতে দায়িত্বে আছেন জাকের।
বাংলাদেশের বোলিং আক্রমণে রয়েছেন তিন পেসার, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। সাথে আছেন দুই স্পিনার, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তানভীর ইসলাম।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী (উইকেটকিপার), তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।
আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইবরাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, এএম গজনফর ও বশির আহমদ।