প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর, ২০২৫
এশিয়া কাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় ক্ষমা চেয়েছেন লিটন দাস। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে টাইগার অধিনায়ক জানিয়েছে, নিজেদের সেরাটা দিয়েই ফাইনাল খেলার চেষ্টা করেছিল তার দল।
সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে লিটন লেখেন, 'আমরা দল হিসেবে এশিয়া কাপ ২০২৫-এ আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে ওঠা এবং শিরোপা জয় করা, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা অর্জন করতে পারিনি। দল হিসেবে আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সকল আবেগী সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।'
চোটের কারণে এশিয়া কাপে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি লিটন। যা তাকে অনেক দিন কষ্ট দেবে উল্লেখ করে তিনি লেখেন, 'ব্যক্তিগতভাবে বলতে গেলে, চোটের কারণে শেষ দুই ম্যাচে খেলতে না পারাটা আমার জন্য ভীষণ কষ্টের ছিল। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও আমি অংশ নিতে পারবো না। সর্বোচ্চ চেষ্টা করেও সুস্থ হতে পারিনি— এটা আমাকে অনেকদিন কষ্ট দেবে।'