প্রকাশিত:
১ অক্টোবর, ২০২৫
খেলা শুরুর মাত্র ১৩ সেকেন্ডেই রিয়ালের রক্ষণ কাঁপিয়ে দেয় নবাগত আলমাতির দাস্তান সাতপায়েভ। গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়টায় অবশ্য সে যাত্রায় রক্ষা পায় লস ব্লাঙ্কোরা। এর এক মিনিট পরই জর্জিনিওর শটও সামলাতে হয় তাকে। তবে শুরুর ধাক্কা সামলে ২৫ মিনিটে মোড় ঘোরে ম্যাচের।
ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে বক্সে আলমাতির শেরখান কালমুরজা ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। স্পটকিক থেকে কিলিয়ান এমবাপ্পে সহজেই দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে আরো সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি ফরাসি তারকা। তবে দ্বিতীয়ার্ধে দারুণ ছন্দে ফেরেন তিনি।
৫২ মিনিটে কোর্তোয়ার দীর্ঘ ক্লিয়ারেন্সে আলমাতির ডিফেন্স ভেঙে দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। ৫৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে সহজ সুযোগ নষ্ট করলেও ৭৩ মিনিটে আর্দা গুলেরের সহায়তায় হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
শেষ দিকে বদলি নেমে গোলের উৎসবে নাম লেখান তরুণ এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজ। যোগ করা সময়ে ব্রাহিমের গোলে নিশ্চিত হয় রিয়ালের ৫-০ গোলের বড় জয়। গ্রুপের অন্য ম্যাচে ইতালির আতালান্তা ২-১ গোলে হারিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুজকে।