প্রকাশিত:
৫ ঘন্টা আগে
শনিবার (১১ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে দেশটির একটি পুলিশ প্রশিক্ষণ স্কুলে হামলা হয়। পুলিশ সূত্র জানিয়েছে, প্রশিক্ষণ কেন্দ্রে প্রথমে আত্মঘাতী বোমা হামলার পর সশস্ত্র হামলাকারীকে সেখানে ব্যাপক হামলা চালায়।
এরপর সেখানে কর্মরত কর্মকর্তা ও হামলাকারীদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ চলে। উপ-পুলিশ সুপার হাফিজ মুহাম্মদ আদনান বলেছেন, সকল হামলাকারীকে নিঃশেষ করা হয়েছে। তিনি বলেন, আনুমানিক রাত সাড়ে ৮টায় সন্ত্রাসীরা হামলা চালায়।
হামলায় নিরাপত্তা বাহিনীর আরও ১৩ জন সদস্য আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সন্ত্রাসী এই হামলার নিন্দা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এক বিবৃতিতে তিনি নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
তিনি বলেন, পুলিশ অফিসাররা আক্রমণ বানচাল করতে তাদের জীবন উৎসর্গ করেছেন। সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা ধূলিসাৎ করে দিয়েছেন।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।