প্রকাশিত:
২ ঘন্টা আগে

দাফন শেষে প্রিয় সহযোদ্ধার কবরে মাটি দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।শোকের ভারে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। চোখের জল আর ধরে রাখতে পারেননি। কান্নায় কথা হারিয়ে পাশে থাকা একটি ইটের দেয়ালে বসে পড়েন তিনি। নীরবতা আর অশ্রুই তখন তার সব অনুভূতির ভাষা হয়ে ওঠে।
এর আগে দুপুর ২টা ৩৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির বিশাল নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সংসদ ভবন এলাকায় সমবেত হন।
হাদির জানাজার নামাজে ইমামতি করেন তাঁর বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে বিকেল ৩টার দিকে তাঁর মরদেহ বহনকারী গাড়িটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে আসা হয়। তার বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজার নামাজ পরিচালনা করেন। এ সময় কান্না, নীরবতা আর ভারী শোকে পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন ওসমান হাদি। তাঁর এই অকাল প্রয়াণে সারা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোকাতুর হৃদয়ে আজ তাঁকে শেষ বিদায় জানাল জাতি।