প্রকাশিত:
৩ ঘন্টা আগে

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, আমি যা বলি, তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, তবে মার্কা যা-ই হোক না কেন, আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব। তিনি আরও উল্লেখ করেন যে, দেশের অধিকাংশ আসনে প্রার্থীর নাম চূড়ান্ত হলেও সরাইল-আশুগঞ্জের মানুষ এখনও তাদের প্রার্থীর নাম না জানায় এলাকাটি অভিভাবকহীনতায় ভুগছে।
প্রায় প্রতি সপ্তাহেই এলাকায় আসার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, সরাইল ও আশুগঞ্জ নিয়ে আমার অনেক স্বপ্ন। এই দুটি উপজেলাকে মডেল উপজেলা বানাতে চাই। আপনাদের ভোটে সংসদে গেলে এই স্বপ্ন বাস্তবায়ন করব।
আগামী ২০২৬ সালে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছর মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেনি। এবার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে তিনি সরকারের প্রতি দুটি দাবি জানান, প্রথমত, নির্বাচনের আগে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং দ্বিতীয়ত, ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো দ্রুত আইনের আওতায় এনে ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে দুই দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এমন পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে এই আসনে রুমিন ফারহানার ধারাবাহিক গণসংযোগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।