প্রকাশিত:
১১ ডিসেম্বর, ২০২৫

তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যু–এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা কলেজ চত্বর ছাড়িয়ে রাস্তায় নেমে আসে। পরে প্রায় ১০টা ২০ মিনিটের দিকে কয়েক শ শিক্ষার্থী ফার্মগেট মোড়সহ আশপাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
অবরোধের কারণে মুহূর্তেই যান চলাচল বন্ধ হয়ে যায়, তীব্র যানজটে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা। শিক্ষার্থীরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। তাদের ব্যানারে ছাত্রাবাসে হামলার প্রতিবাদ ও সাকিব হত্যার বিচার দাবি লেখা ছিল।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাকিবুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এর জন্য ছাত্রদলকে দায়ী করেন তাঁরা। দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের ফাঁসির দাবি জানান আন্দোলনকারীরা।
এদিকে পুলিশ জানায়, সাকিবুল হত্যার ঘটনায় মামলা হয়েছে। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সড়ক থেকে সরে দাঁড়ান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যান চলাচল পুনরায় শুরু হয়।