প্রকাশিত:
গতকাল

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় বড় ধরনের অভিযান চালিয়ে ইসরাইল হামাসের সিনিয়র নেতা রায়েদ সাদকে হত্যা করেছে। এ ঘটনায় ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, অন্তত ২৫ ফিলিস্তিনি আহত হয়েছেন।
ভিডিও বার্তায় খলিল হাইয়া বলেন, যুদ্ধবিরতির পর থেকে নিয়মিত চুক্তি লঙ্ঘন করছে ইসরাইল। গতকাল সকালেও হামলা চালিয়ে হামাসের সিনিয়র নেতাকে হত্যা করেছে। তিনি মধ্যস্থতাকারী পক্ষ, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন, তারা যেন দখলদার শক্তিকে চুক্তি মেনে চলতে চাপ প্রয়োগ করেন। যেহেতু তিনিই এই চুক্তির উদ্যোগ নিয়েছেন, তাই দায়িত্ব নিতে হবে বলেও হাইয়া বলেন।
উল্লেখ্য, যুদ্ধবিরতির চলমান চুক্তিটি গত ১০ অক্টোবর সম্পাদিত হয়েছিল। কিন্তু এরপরও ইসরাইল থেমে নেই; প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করে গাজায় হামলা চালিয়েছে। এ সময়ে অন্তত ৮০০টি হামলা ঘটেছে, যার ফলে অন্তত ৩৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।