প্রকাশিত:
গতকাল

তলবকালে বাংলাদেশ সরকার এসব বিষয়ে ভারতের সরকারের কাছে গভীর উদ্বেগের কথা তুলে ধরে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ‘বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানিয়ে উসকানিমূলক বক্তব্য অব্যাহত রাখার সুযোগ দেওয়ায়’ বাংলাদেশের উদ্বেগ ভারতের কাছে স্পষ্টভাবে জানানো হয়েছে।
এ ছাড়া আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সদস্যদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়েও ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসব অপরাধমূলক তৎপরতা বন্ধ করতে এবং সংশ্লিষ্টদের যত দ্রুত সম্ভব বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনরা যেন ভারতে পালিয়ে যেতে না পারে—সে বিষয়ে সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি, তারা যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, তবে তাদের দ্রুত গ্রেপ্তার ও বাংলাদেশে প্রত্যর্পণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে জানায়, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত ন্যায়বিচার ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে।
এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।