প্রকাশিত:
১ ডিসেম্বর, ২০২৫

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন রাঙামাটি জেলা কমিটির আহবায়ক মো. কামাল উদ্দিন। উপস্থিত ছিলেন, জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ রাকিব হোসেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক নূরনবী পিন্টু, আলী আকবর বাদশা, যুব আন্দোলনের সদস্য সচিব আবদুল মান্নান ও ছাত্র আন্দোলনের সদস্য সচিব আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৭ সালের পার্বত্য চুক্তি সংবিধান বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী এবং ভারতীয় চক্রান্তের নীল নকশা। তাদের দাবি, চুক্তিটি শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের নির্দিষ্ট উপজাতীয়দের সাথে স্বাক্ষরিত হওয়ায় ওই জনগোষ্ঠীর স্বার্থই সুরক্ষিত হয়েছে, কিন্তু পাহাড়ে বসবাসরত বৃহত্তর বাঙালি জনগোষ্ঠীকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। এটি বৈষম্যমূলক আচরণ এবং সাংবিধানিক অধিকার ক্ষুণ্নের শামিল বলে মন্তব্য করেন তারা।
বক্তারা আরো বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সংবিধানের মৌলিক কাঠামো রক্ষার স্বার্থে তথাকথিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি অবিলম্বে সংশোধন করতে হবে। আর সংশোধন সম্ভব না হলে এই ‘কালো চুক্তি বাতিলের’ দাবিও জোরালোভাবে তুলে ধরেন তারা।