প্রকাশিত:
১২ ডিসেম্বর, ২০২৫

শেওড়াপাড়া স্টেশনেও একই অবস্থা। সিঁড়িতে ওঠার গেট তালাবদ্ধ দেখে বহু যাত্রী অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। রাস্তায়ও ভিড় থাকলেও পর্যাপ্ত গাড়ি না পেয়ে চড়া ভাড়ায় রিকশা নিয়ে গন্তব্যে রওনা দিচ্ছেন অনেকে।
স্বতন্ত্র চাকরি বিধিমালা অনুমোদনের দাবিতে আজ সকাল ৭টা থেকে কর্মবিরতির ঘোষণা দেন ডিএমটিসিএলের একাংশ কর্মকর্তা-কর্মচারী। যদিও কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাতে জানায়, শুক্রবার মেট্রো চলবে, কিন্তু আন্দোলনকারীরা সিদ্ধান্তে অটল থাকেন।
ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের দাবি পূরণের প্রক্রিয়া চলছে। তারপরও যাত্রীসেবা বন্ধ করা দুঃখজনক।
উত্তরার দিয়াবাড়ীতে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা জানান, ১১ ডিসেম্বরের মধ্যে চাকরি বিধিমালা অনুমোদন না হওয়ায় তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন।
কর্তৃপক্ষ জানায়, ১৮ ডিসেম্বর বোর্ড সভায় চাকরি বিধিমালা অনুমোদনের কথা থাকলেও আন্দোলনকারীরা তাৎক্ষণিক অনুমোদন দাবি করছেন। তাঁদের অনুরোধ অগ্রাহ্য করে মেট্রোরেল সেবা বন্ধ করায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বিবেচনা করছে কর্তৃপক্ষ।