প্রকাশিত:
১২ ডিসেম্বর, ২০২৫

আজ শুক্রবার বিকেল চারটার পর ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানের দপ্তরে ফোন করে ওসমান হাদির অবস্থার বিষয়ে জানতে চাইলে জানানো হয়—তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে লাইফ সাপোর্টে আছেন এবং গুলিটি এখনো তাঁর মাথার ভেতরেই রয়েছে।
এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত ওসমান হাদির ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলযোগে আসা হামলাকারীরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।
ঘটনার সময় হাদির পেছনের রিকশায় থাকা মো. রাফি বলেন, ‘জুমার নামাজ পড়ে আমরা রিকশায় হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে পৌঁছাতেই দুইজন মোটরসাইকেলে এসে হাদি ভাইকে লক্ষ্য করে গুলি করে দ্রুত সরে যায়।’
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও বিস্তৃত তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কঠোর নির্দেশ দিয়েছেন।