প্রকাশিত:
১১ ডিসেম্বর, ২০২৫

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন মাহবুব আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. সহিদুল ওসমান মাসুম প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশিদ রিমান্ডের পক্ষে শুনানি করেন, কিন্তু আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে আদালত আসামি আয়েশার ৬ দিন এবং রাব্বির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।