প্রকাশিত:
২ ঘন্টা আগে

মৌসুমের এই সময়ে সর্বনিম্ন ২০ টাকা কেজি দরে নেমেছে শিম, শালগম, প্রতি পিস ফুলকপি। বিচিযুক্ত শিমের বেলাতেও দাম বাড়ার ঘটনা ঘটলেও তা আবার ৮০ টাকায় নেমেছে।পেঁয়াজের দাম ১০ টাকা কমে ৫০ টাকা, পেঁয়াজ পাতা এক মুঠো বিক্রি হয় ২০ টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি করছেন ১০০ টাকা কেজি দরে। ভারতীয় পেঁয়াজ বিক্রি করছেন ১০০ টাকা কেজি দরে।
রাষ্ট্রায়ত্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনিক বাজার দরের তথ্য অনুযায়ী, শুক্রবার, ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয় ৮০-১২০ টাকা কেজি দরে।
শনিরআখাড়া কাঁচাবাজারে ঢেঁড়স ও পটল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা এক কেজিতে ১০ টাকা কমছে এক সপ্তাহে। যাত্রাবাড়ীতে প্রতি কেজি গোলবেগুন ৭০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা ও চিকনটা বিক্রি হয় ৩০ টাকা দরে। আগের সপ্তাহে যা ছিল যথাক্রমে ১০০, ৬০ ও ৪০ টাকা।
যাত্রাবাড়ীতে দাম কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা, আগের সপ্তাহে যা ছিল ১২০ টাকা। নতুন আলু প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে যা আগের সপ্তাহের দর ছিল ৮০ টাকা। এছাড়া বাঁধাকপি প্রতিটি ২০ টাকা, ফুলকপি ২০ টাকা, করলা ৮০ টাকা দরে বিক্রি হয় এ বাজারে। একই দরে পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকায়।