প্রকাশিত:
৪ ডিসেম্বর, ২০২৫

মালিক’ সিনেমার শুটিংয়ে আরিফিন শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুনের দৃশ্য ছিল। সবকিছু ঠিকভাবে প্রস্তুত করা হলেও ক্যামেরা ঘুরতেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে শুভর পায়েতে আগুন ছড়িয়ে পড়ে।
ইউনিট সূত্র জানিয়েছে, আগুন লাগার পর শুভ প্রথমে নিজেই শিখা নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যে আর পারা যায়নি এবং তাপে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখনই ইউনিটের সদস্যরা এগিয়ে এসে আগুন নিভান। আগুন নিভে গেলেও শুভর পায়ে ক্ষত থাকে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শুভ প্রথম আলোকে বলেন, ‘এই অবস্থাতেই শুটিং করছি। কাজ শেষ করতে হবে, না হলে পুরো ইউনিটের কাজ ক্ষতিগ্রস্ত হবে।’
দুর্ঘটনার পর ‘মালিক’ ছবির পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করার সিদ্ধান্ত নিলেও শুভ তা নেননি। প্রাথমিক চিকিৎসা নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেদিনের সব শুটিং শেষ করেন তিনি।
শুভ ও মিম অভিনীত ‘মালিক’ ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনায় রয়েছে। ডিসেম্বরেই বিদেশে একটি আইটেম গানের শুটিং হবে এবং এরপর পুরো কাজ শেষ হবে।
এদিকে আরিফিন শুভর হাতে আরও কিছু বড় প্রজেক্ট রয়েছে। রায়হান রাফী পরিচালিত ‘নূর’ ছবিটি মুক্তির অপেক্ষায়, যেখানে তাঁর সহশিল্পী জান্নাতুল ঐশী। অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’-এও অভিনয় করেছেন তিনি, যেখানে নুসরাত ফারিয়া সহ আছেন। আন্তর্জাতিক অঙ্গনেও ব্যস্ত শুভ—হিন্দি সিরিজ ‘জ্যাজ সিটি’-তে তিনি অভিনয় করেছেন।