প্রকাশিত:
২ জুন, ২০২৫
.jpg&w=3840&q=75)
এর প্রভাবেই আজ রোববার দেশের অন্তত তিন বিভাগের বেশ কিছু স্থানে বৃষ্টি হতে পারে। বৃস্টি চলতে পারে আরও অন্তত দুই দিন। আর টানা ভারী বৃষ্টিতে বেড়েছে দেশের বিভিন্ন নদ–নদীর পানি। তাতে অন্তত চার জেলায় বন্যা পরস্থিতির সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ আজ সকাল সাড়ে ৯টার দিকে প্রথম আলোকে বলেন, আজ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কয়েকটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। আজ রাজধানীতেও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে।
বজলুর রশিদের ভাষ্য, এখন বৃষ্টি হচ্ছে কারণ মৌসুমি বায়ু এখন পুরো দেশে সক্রিয় অবস্থায় আছে।
আবহাওয়া অধিদপ্তর আজ সকাল সাড়ে আটটার দিকে এক সতর্ক বার্তায় জানায়, বেলা দুইটার মধ্যে টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, পটুয়াখালী, নারায়ণগঞ্জ, কুমিল্লা জেলার কিছু স্থানে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ⚠এ সময় বজ্রপাতের আশঙ্কা আছে। তাই এ সময় ওই সব এলাকার বাসিন্দাদের ঘরের বাইরে না যেতে অনুরোধ করেছে।
চলতি বছর নির্দিষ্ট সময়ের অন্তত সপ্তাহখানেক আগে ২৪ মে দেশে মৌসুমি বায়ু প্রবেশ করে। এরই মধ্যে সাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়। এটি গভীর নিম্নচাপে রূপ নেয় এবং একপর্যায়ে ব্যাপক বৃষ্টি ঝরায়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত বৃহস্পতিবারে ভারী বৃষ্টি হয়। এতে বেড়ে যায় বিভিন্ন এলাকার নদ–নদীর পানি। বিশেষ করে হাওরের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। নদ–নদীর পানি আজও বাড়তে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান।