প্রকাশিত:
১ ঘন্টা আগে

টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এবং টি–টোয়েন্টি দলের সহ–অধিনায়ক শুবমান গিলকে বাইরে রেখে আজ টি–টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। ১৫ জনের দলে গিলের বদলে জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঈশান কিষান। ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সর্বোচ্চ ৫১৭ রান করে নির্বাচকদের দরজায় জোরেই টোকা দিয়েছিলেন কিষান, মিলল তার পুরস্কারও। গিলের অনুপস্থিতিতে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলকে।
শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ও তার আগে নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে। প্রধান নির্বাচক অজিত আগারকার এই দল প্রকাশ করেন।
গিলের ব্যাটে ইদানীং রান নেই। শেষ ১৫ টি-টোয়েন্টিতে ২৪.২৫ গড়ে তাঁর সংগ্রহ মাত্র ২৯১ রান। তবে রানখরা চলছে অধিনায়ক সূর্যকুমার যাদবেরও। শেষ ২২ ইনিংসে কোনো ফিফটি নেই তাঁর ঝুলিতে, রান মোটে ২৪৪। তবু তাঁর নেতৃত্বেই শিরোপা ধরে রাখার অভিযানে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
গিলকে কেন বাদ দেওয়া হলো? বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারের যুক্তি খুব পরিষ্কার। তিনি জানালেন, টিম ম্যানেজমেন্ট চায় টপ অর্ডারে একজন উইকেটকিপার-ব্যাটসম্যান থাকুক। আগারকার বলেন, ‘স্রেফ দলের প্রয়োজনে বা কম্বিনেশনের কারণেই গিলকে বাইরে থাকতে হচ্ছে। অভিষেক গত এক বছরে দারুণ খেলেছে। ওপেনিংয়ে উইকেটকিপার থাকলে আমাদের জন্য সুবিধা হয়। মাত্র ১৫ জনের দল, তাই কাউকে না কাউকে তো বাদ দিতেই হতো।’
দলে তিন পেসারের বিপরীতে দুই স্পিনার নিয়েছে ভারত। পেস বোলিংয়ের নেতা জাসপ্রীত বুমরাহকে সহায়তা করবেন হারষিত রানা ও আর্শদীপ সিং। অন্যদিকে দুই স্পিনার হচ্ছেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী। দলে অলরাউন্ডার আছেন চারজন। তারা হচ্ছেন—হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর ও ওয়াশিংটন সুন্দর।
ভারতের স্কোয়াড—
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল (সহ–অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হরষিত রানা, আর্শদীপ সিং, জাসপ্রীত বুমরাহ।