প্রকাশিত:
১ ডিসেম্বর, ২০২৫

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১২০ বলে অপরাজিত ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর কোহলিকে প্রশ্ন করা হয় তার টেস্টে ফেরা নিয়ে। জবাবে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এখন তিনি শুধুই এক ফরম্যাটে খেলছেন এবং সেটাই ভবিষ্যতেও বজায় থাকবে।
কোহলির ভাষায়, “আমার বয়স এখন ৩৭। রিকভারি সময়টা খুব জরুরি। এতদিন যেভাবে খেলেছি, সেটাই বজায় রাখতে চাই। আমি ৩০০ ওয়ানডে খেলেছি। অনুশীলনে ভালো লাগলে, ব্যাটিংয়ে ছন্দে থাকলে বুঝি আমি ঠিক জায়গায় আছি। মানসিকভাবে প্রস্তুত থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর দিনের শেষে খেলাটা উপভোগ করাই আসল বিষয়।”
হার্শা ভোগলে জানতে চান, আগামী দিনেও তাকে কি একমাত্র একটি ফরম্যাটেই দেখা যাবে? কোহলির উত্তর, “হ্যাঁ, ভবিষ্যতেও আমাকে এভাবেই দেখা যাবে।”
এর মধ্যেই বোঝা যায়, টেস্ট ক্রিকেটে তার ফেরার কোনো সম্ভাবনা নেই। কিছু দিন আগে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভরাডুবির পর এক বা দুইজন সাবেক ক্রিকেটারের সঙ্গে টেস্ট অবসর ভাঙার বিষয়ে আলোচনা হতে পারে। যদিও সেই প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো নাম দেওয়া হয়নি। এরপরই আলোচনায় চলে আসে কোহলির নাম। তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টিকে আগেই ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, এমন কোনো কথা কখনোই হয়নি।এবার কোহলির মন্তব্যে পরিষ্কার হলো, এই জল্পনা সম্পূর্ণ ভিত্তিহীন।
উল্লেখ্য, চলতি বছরই কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। ১২৩ টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান এবং ৩০টি সেঞ্চুরির মালিক এই ব্যাটার।