প্রকাশিত:
২ ডিসেম্বর, ২০২৫

তৃতীয় টি-টোয়েন্টিতে তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ, জর্জ ডকরেল ও বেন হোয়াইট।
সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করা আয়ারল্যান্ড ১৯.৫ ওভারে ১১৭ রানে অলআউট হয়, স্টার্লিংয়ের ৩৮ রানের সহায়তায়। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ ও রিশাদ তিনটি করে উইকেট নেন। ম্যাচ জিততে বাংলাদেশকে প্রয়োজন ১১৮ রান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে পাঁচটি ক্যাচ নেওয়ার রেকর্ডের তালিকায় তানজিদ তামিমের নাম বাংলাদেশের হয়ে যুক্ত হলো। এর আগে এই কীর্তি করেছেন ওয়েদাগে মলিন্দা (মালদ্বীপ, ২০২৩) ও সেদিক সাহাক (সুইডেন, ২০২৫)।