এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
ইনকিলাব
প্রকাশ:৩ জুন, ২০২৫
ফাইল ছবি | ইনকিলাব
‘হাউসফুল ৫’ সিনেমার পোস্টার থেকে। আইএমডিবি
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই কমেডি ছবিটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি, যিনি ১২ বছর পর পরিচালনায় ফিরলেন ‘হাউসফুল ৫’-এর মাধ্যমে। এর আগে ‘দোস্তানা’ ছবির জন্য প্রশংসিত হন তিনি। এবার ‘হাউসফুল ৫’ নিয়ে দর্শকদের জন্য আনছেন একেবারে নতুন অভিজ্ঞতা—একটি নয়, দুটি সংস্করণ (৫এ ও ৫বি)। দুটি সংস্করণের ক্লাইম্যাক্স আলাদা, যা বলিউডে প্রথমবারের মতো ঘটতে চলেছে।
ছবিটি ঘিরে ইতিমধ্যে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে বিক্রি হয়েছে ২৪ হাজার ২৩৮টি টিকিট, যা থেকে আয় হয়েছে প্রায় ৮৭ কোটি ৮৪ লাখ রুপি। ‘ব্লক সিটস’ যুক্ত করে এই অঙ্ক দাঁড়িয়েছে ৩ কোটি ৮৪ লাখ রুপিতে। ছবিটির বাজেট ৩৭৫ কোটি রুপি হলেও নির্মাতারা আশাবাদী যে বক্স অফিসে এটি বিশাল সাফল্য বয়ে আনবে।
অগ্রিম বুকিংয়ের বিচারে ‘হাউসফুল ৫’ ইতিমধ্যেই পেছনে ফেলেছে ‘সিকান্দার’, ‘ছাবা’ ও ‘রেইড ২’-এর মতো বড় বাজেটের ছবি। কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি, জম্মু-কাশ্মীর, গোয়া ও গুজরাটে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ‘হাউসফুল ৫’–এর অভিনয়শিল্পীরা। এএফপি
অভিনয়শিল্পীদের তালিকাও কম জাঁকজমকপূর্ণ নয়। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন নানা পাটেকর, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, শ্রেয়াস তলপড়ে, চাঙ্কি পান্ডে, ফারদিন খান, চিত্রাঙ্গদা সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ, নারগিস ফাখরি, রঞ্জিত ও জনি লিভারের মতো একঝাঁক তারকা। গল্পের কেন্দ্রে রয়েছে একটি খুনের রহস্য, যার চারপাশে গড়ে উঠেছে হাস্যরস, ধাঁধা ও বিনোদনে ভরপুর এক কাহিনি।
ছবির ট্রেলার ও গান ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। প্রচারণার কাজে ব্যস্ত রয়েছেন অক্ষয় কুমার। পাশাপাশি তিনি কাজ করছেন তাঁর পরবর্তী কয়েকটি ছবির শুটিংয়েও। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ভূত বাংলা’, ‘কন্নপা’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ এবং ‘জলি এলএলবি ৩’-এর মতো ছবি।
আরও পড়ুন
‘হাউসফুল ৫’ মুক্তির আগেই যা সাড়া ফেলেছে, তাতে সিনেমাপ্রেমীরা যে প্রেক্ষাগৃহমুখী হবেন এবং এই ছবি বলিউডে নতুন রেকর্ড গড়তে চলেছে, তা বলাই যায়।