news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

বাংলাদেশ

ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

Next.js logo

প্রকাশিত:

৪ সেপ্টেম্বর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

দুর্যোগ মোকাবেলা ও মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করে আসছে এর জন্মলগ্ন থেকে। বন্যা, ঘূর্ণিঝড়সহ সকল প্রাকৃতিক দুর্যোগে ত্রান ও পুনর্বাসনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে এই সংগঠনটি। যেকোন জরুরি পরিস্থিতি মোকাবেলায় রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Thumbnail for ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
ইনকিলাব

বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করা, জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে সবার প্রতি সমান মর্যাদা বজায় রেখে, কোনো প্রকার স্বার্থ বা লাভের উদ্দেশ্যে কাজ না করে স্বেচ্ছাসেবামূলকভাবে সেবা প্রদান করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। কিন্তু গত ১৬ বছরের স্বৈরাচারী সরকারের কালো ছায়া গ্রাস করেছিল এই আন্তর্জাতিক সংগঠনটিকেও। দুর্নীতি ও অনিয়মের চর্চা প্রবল হয়ে উঠেছিল বিগত সরকারের আমলের নীতি নির্ধারকদের সময়ে।

তবে বর্তমানে রেড ক্রিসেন্ট তাঁর সুনাম ও মর্যাদা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন সংগঠনটির নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডাঃ আজিজুল ইসলাম। বর্তমানে রেড ক্রিসেন্ট ৭০ থেকে৮০ ভাগ দুর্নীতি থেকে বেড়িয়ে এসেছে বলেও জানান তিনি। সংগঠনটিকে শতভাগ দুর্নীতিমুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রেড ক্রিসেন্টের মোট বাজেটের ২৫ শতাংশ আসে নিজস্ব অর্থায়নে, আর ৭৫ শতাংশ আসে বিদেশি সহায়তায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই অবস্থার উন্নয়ন করে নিজস্ব অরথায়ন ৭৫ শতাংশে উন্নিত করার লক্ষ্যমাত্রার কথা বলেন।

সর্বপরি দেশের যেকোন ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাড়াতে, অনিয়ম ও দুর্নীতিমুক্ত হয়ে স্বনির্ভর একটি সংগঠন হিসেবে গড়ে উঠতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট বদ্ধপরিকর।

 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন