news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

রাজনীতি

জাপা ক্লিন ইমেজ আ. লীগ নেতাদের মনোনয়ন দেবে

Next.js logo

প্রকাশিত:

৬ সেপ্টেম্বর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

আবু জাফর: আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই, তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

Thumbnail for জাপা ক্লিন ইমেজ আ. লীগ নেতাদের মনোনয়ন দেবে
ইনকিলাব

৬ সেপ্টেম্বর দুপুরে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির কার্যালয়ে বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসিরসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কো-চেয়ারম্যান মোস্তফা বলেন, ‘আওয়ামী লীগের সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা নেই। সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেব না কেন; অবশ্যই দেব। আমাদের ক্যানডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা অবশ্যই করব।’

তিনি বলেন, ‘৩০০ আসনে আমরা প্রার্থী দেব।

তা নাহলে বিএনপি একা হয়ে যাবে। সামনে যদি নির্বাচনে জাতীয় পার্টি না থাকে তাহলে ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী, চরমোনাই, এনসিপি, গণ অধিকার পরিষদ দলগুলো থাকতে চায়; আরেকদিকে থাকতে চায় বিএনপি। এখন তারা যদি বলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না, তখন তারা যদি সরে দাঁড়ায় তাহলে বিএনপি একা হবে। তাহলে একক নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। বিএনপিকে বিপদে ফেলার জন্য স্বাধীনতাবিরোধী শক্তিরা কিন্তু চেষ্টা করছে।

তিনি আরো বলেন, তারা দেখছে বিএনপি তো এগিয়ে আছে, তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। এখন বিএনপিকে আঘাত করতে গেলে পিআর পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জামায়াতে ইসলামী। এরকম একটা খোঁড়া অজুহাত খুঁজে বিএনপিকে বিপদে ফেলার চেষ্টা চলছে। এজন্য সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপিকে জাপার মহাসচিব এমন কথা বলতে পারেন বলে জানিয়েছেন তিনি।

জাতীয় পার্টির এই নেতা বলেন, দল সব সময় গণতান্ত্রিক ধারার রাজনীতি করেছে। ১৫ ফেব্রুয়ারি ছাড়া প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। তাই আগামী নির্বাচনেও দলটি অংশ নেবে বলে জানান তিনি। তবে এজন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করেন মোস্তফা।

সভা শেষে দলীয় নেতাকর্মীরা সম্প্রতি কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতারা অভিযোগ করেন, দলীয় অফিস ও নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, দেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। গণমানুষের প্রত্যাশা পূরণে দল ইতিমধ্যে মাঠে নেমেছে। তিনি জোর দিয়ে বলেন, মব সন্ত্রাস সরকার নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

 

 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন