এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
প্রকাশিত:
৭ সেপ্টেম্বর, ২০২৫
এবার চ্যাম্পিয়ন হতে সব কিছু নিংড়ে দেওয়ার কথা জানিয়েছেন লিটন এবং সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এশিয়া কাপ ২০২৫ মিশন শুরু। দল এবং আমার জন্য বিশ্বের সেরা সমর্থকদের কাছে দোয়া চাই। কথা দিচ্ছি, আরব আমিরাতে নিজেদের সবটা উজাড় করে খেলবে। ম্যাচ ধরে ধরে সামনে এগিয়ে যাবো। আর আমাদের চূড়ান্ত লক্ষ্য শিরোপা জেতা।
দুই ধাপে আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশ। আজ সকাল ১০টা ১৫ মিনিটে প্রথম ধাপে গেছেন পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, জাকেরসহ অধিনায়ক লিটন। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দ্বিতীয় ধাপে যাবে বাকিরা।
আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টের প্রস্তুতিটা দুর্দান্তভাবে সেরেছে বাংলাদেশ। কেননা ঘরের মাঠে নেদারল্যান্ডসকে টি-টোয়েন্টিতে হারিয়ে টানা হ্যাটট্রিক সিরিজ জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে।
প্রত্যেকটি ম্যাচে ভালো করার চেষ্টা থাকবে আমাদের। এর জন্য ভালো প্রস্তুতিও হয়েছে। সবমিলিয়ে আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’