এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনী। কপিরাইট © ২০২৫
সাপ্তাহিক ইনকিলাব কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
প্রকাশিত:
৬ সেপ্টেম্বর, ২০২৫
ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের পর মেসি বলেন, ‘আমি লিও (স্কালোনি)-র সঙ্গে কথা বলেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি, বরং বলা ভালো উনি সিদ্ধান্ত নিয়েছেন, আমি বিশ্রামে থাকব। আমি চোট থেকে ফিরছি এবং এখন ভালো আছি। তবে এই পরিস্থিতিতে আমরা ভ্রমণ ও আরেকটি ম্যাচ খেলার ঝুঁকি নিতে চাই না। সামনে যা আসছে তার জন্য বিশ্রামটা দরকার।’
মেসির সামনে এখন পড়ে আছে ইন্টার মিয়ামির হয়ে মেজর লিগ সকারের বাকি অংশ। এমএলএসের শেষ অংশে তার দল ভালোভাবেই প্লে অফের দৌড়ে আছে। সেজন্যে তিনি দ্রুতই চলে যাবেন ফ্লোরিডায়, যোগ দেবেন দলের সঙ্গে।
এর আগে বৃহস্পতিবার আর্জেন্টিনা ৩-০ গোলে ভেনেজুয়েলাকে হারায়। সেদিন দারুণ দুটি গোল করেন মেসি। ৩৯ ও ৮০ মিনিটে তিনি গোল করেন। দলের হয়ে আরেকটি গোল করেন লাওতারো মার্টিনেজ।
নিজের শেষ ম্যাচে দর্শকদের বিদায় জানাতে পেরে আবেগী হয়ে ওঠেন মেসি। তিনি বলেন, ‘এভাবে এখানে শেষ করতে পারা আমার সবসময়কার স্বপ্ন ছিল। আমি এই মাঠে অনেক কিছু দেখেছি, ভালোও খারাপও, তবে আর্জেন্টিনায় আমাদের সমর্থকদের সামনে খেলা সবসময়ই আনন্দের।’
এখনও অবসর নিয়ে কিছু জানাননি আর্জেন্টিনার অধিনায়ক। তবে ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে ২০২৭ সালে, তখন মেসির বয়স হবে ৪০। তাই এই ম্যাচটাই যে তার শেষ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ, তা নিশ্চিতই।