news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

খেলা

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা, মিরাজ আছেন চারে

Next.js logo

প্রকাশিত:

৩ সেপ্টেম্বর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

আবু জাফর: শ্রীলঙ্কার বিপক্ষে হারারেতে ওয়ানডে সিরিজে ব্যাটে–বলে দ্যুতি ছড়িয়েছেন সিকান্দার রাজা। আইসিসির সর্বশেষ হালনাগাদ ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিয়ে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। পারফরম্যান্সের প্রতিফলন দেখা গেলো এবার ব্যক্তিগত র‌্যাংকিয়ে।

Thumbnail for ওয়ানডে অলরাউন্ডার  র‌্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা, মিরাজ আছেন চারে
ইনকিলাব

দুই ম্যাচ সিরিজে ব্যাট হাতে দুটি হাফ সেঞ্চুরি করেছেন রাজা। এ ছাড়া প্রথম ওয়ানডেতে বল হাতে ১০ ওভারে ৪৮ রানে নেন ১ উইকেট। এমন পারফরম্যান্সের পর তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৩০২। যা তাকে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (২৯৬) ও মোহাম্মদ নবি (২৯২)-কে টপকে এক নম্বরে বসিয়েছে। এ ছাড়া ২৪৯ রেটিং নিয়ে চারে আছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার স্থান বদল হয়নি।  

এদিকে, ওয়ানডে ব্যাটিংয়ের র‌্যাঙ্কিংয়েওউন্নতি হয়েছে রাজার। তিনি এখন ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ২২ নম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা অবশ্য জয় দিয়ে শেষ করেছে শ্রীলঙ্কা। দলীয় সাফল্যের সঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন লঙ্কান ব্যাটার পাথুম নিসাঙ্কা। দুটি ইনিংসে যথাক্রমে ১২২ ও ৭৬ রান করে তিনি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে। একই সিরিজে জানিথ লিয়ানাগে ১৩ ধাপ এগিয়ে ২৯তম স্থানে। 

এদিকে, হেডিংলিতেইংল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে চার উইকেট নেওয়া কেশব মহারাজ বোলিং র‌্যাঙ্কিংয়েনিজের শীর্ষস্থান আরও পাকা করেছেন। রেটিং পয়েন্ট এখন ৬৯০—দ্বিতীয় স্থানে থাকা বোলারের চেয়ে ৩১ পয়েন্ট এগিয়ে। তার সতীর্থ লুঙ্গি এনগিডি ৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে। ইংলিশ পেসার জোফ্রা আর্চারও উন্নতি করেছেন, এখন তিনি ১৯ নম্বরে। ওডিআই র‌্যাঙ্কিংয়েপিছিয়ে পড়লেও টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েদ্বিতীয় স্থানে উঠে এসেছেন মোহাম্মদ নবি। শারজাহতে চলমান ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচে চার উইকেট নিয়ে তিনি ভারতের হার্দিক পাণ্ডিয়ার পেছনে অবস্থান করছেন।

 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন