news@weeklyinqilab.com|| 86-11 101 AVENUE, OZONE PARK, NY, 11416, USA
ব্রেকিং:

আন্তর্জাতিক

আফগানিস্তানে উদ্ধার করা হচ্ছে পুরুষদের, বঞ্চিত নারীরা

Next.js logo

প্রকাশিত:

৫ সেপ্টেম্বর, ২০২৫

নিউজটি শেয়ার করুন:

আবু জাফর: সাম্প্রতিক ৬ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে ধর্মীয় বিধিনিষেধের কারণে তারা শুধু পুরুষ ভিকটিমদের উদ্ধার করছেন বলে জানা গেছে। এক্ষেত্রে গুরুতর বঞ্চনার শিকার হচ্ছেন নারীরা।

Thumbnail for আফগানিস্তানে উদ্ধার করা হচ্ছে পুরুষদের, বঞ্চিত নারীরা
ইনকিলাব

গত৩১ আগস্ট রোববার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয়প্রদেশ কুনারে ৬ মাত্রার একটি ভূমিকম্প এবং তারপর ৫ দশমিক ২ এবং ৪ দশমিক ৫ মাত্রার দু’টি ‘আফটার শক’ হয়। ভূপৃষ্ঠের অগভীর অঞ্চলে হওয়া এ ভূমিকম্পে এ পর্যন্ত ২ হাজার ২০০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩ হাজার ১২৪ জন এবং প্রায় ৬ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

ভূমিকম্পে যারা নিহত ও আহত হয়েছেন, তাদের মধ্যে একটি বড় অংশ নারী ও শিশু। আফগানিস্তানে ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরুও হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে যে উদ্ধারকর্মীরা শুধুমাত্রপুরুষ ভিকটিমদের উদ্ধার করছেন। নারী এবং দশ বছরের অধিক বয়সী মেয়ে শিশুদের উদ্ধার করা হচ্ছে না।

আফগানিস্তানেরনারী অধিকারকর্মী ফাতেমেহ রেজায়ি জানিয়েছেন, তালেবান শাসিত আফগানিস্তানে অপরিচিত নারী ও পুরুষদের মধ্যে শারীরিক সংস্পর্শ কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি ভূমিকম্পের মতো জরুরি অবস্থাতেও এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়নি। ফলে, পুরুষ উদ্ধারকর্মীরা আহতনারীদের স্পর্শ করতে পারেন না —তাদের ধ্বংসস্তূপ থেকে তুলতেও ভয় পান, কারণ এতে ধর্মীয় বা সামাজিক শাস্তির আশঙ্কা থাকে।

জার্মানসংবাদমাধ্যম ডিডব্লিউকে ফাতেমেহ রেজায়ি বলেছেন, “অপরিচিত কোনো পুরুষ উদ্ধারকর্মী পরিবারের নারী ও মেয়েদের স্পর্শ করবে— অধিকাংশ পরিবারের পুরুষ সদস্যরা এমনটা বরদাস্ত করতে প্রস্তুত নন। এমনকি অপরিচিত কেউ পুরুষ আটকে পড়া নারী ও মেয়ে শিশুদের সহযোগিতা করবে— এটাও তারা চান না।”

পরিবারের সদস্যদের সহায়তায় অল্প যে কয়েক জন নারী ও মেয়ে শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হচ্ছে, কঠোর পর্দাপ্রথার কারণে তাদের অধিকাংশকে হাসপাতালে নেওয়া হচ্ছে না। কারণ হাসাপাতালগুলোতে প্রায়সব চিকিৎসকই পুরুষ।

আহত নারীদের জন্য নেই নারী চিকিৎসক

কুনারে ভূমিকম্পের পর আহত অবস্থায় উদ্ধারকৃতদের কুনার এবং পার্শ্ববর্তী নানগারহার প্রদেশের হাসপাতালগুলোতে আনাহচ্ছে। অভিযোগ উঠেছে, হাসপাতালগুলোতে নারীচিকিৎসকের গুরুতর সংকট থাকায় অল্প যে কয়েকজন আহত নারীকে হাসপাতালে আনা হয়েছে—তারা চিকিৎসা পাচ্ছেন না।

জাহরা হাগপারাস্ত নামের এক চিকিৎক ডিডব্লিউকে জানিয়েছেন, “আমাদেরকাছে তথ্য আছে যে ভূমিকম্পে কুনারে শত শত নারী নিহত ও আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেক গর্ভবতী নারীও আছেন, কিন্তু তারা চিকিৎসা পাচ্ছেন না।”

তালেবানসরকারের হাতে চাকরিচ্যুতি ও হয়রানির শিকার হওয়ার পর সম্প্রতি জার্মানিতে আশ্রয় নিয়েছেন এই নারী চিকিৎসক। ডিডব্লিউকে তিনি বলেন, “ভূমিকম্পেরপর দুর্গত নারীদের চিকিৎসা পরিষেবা দিতে অনেক নারী চিকিৎসক এগিয়ে আসতে চেয়েছেন, কিন্তু আফগান সরকার তাদের অনুমতি দেয়নি।”

 

বিজ্ঞাপন কর্নার

আমাদের সম্পর্কে

সম্পাদকমণ্ডলীর সভাপতিঃ শাহ নেওয়াজ

উপদেষ্টা সম্পাদকঃ পাভেল মাহমুদ

ইংরেজি পাতার সম্পাদকঃ ফুহাদ হোসেন

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ বদরুদ্দোজা সাগর

প্রকাশক ও সম্পাদকঃ মোহাম্মদ জাহিদ আলম

স্টেশন ইনচার্জঃ মো: মিদুল ইসলাম মৃদুল

টেকনিক্যাল ইনচার্জঃ মো: রাশেদুজ্জামান রাজু

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন